promotional_ad

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে গেলেন মাসাকাদজা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের মাটিতে প্রথমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা মনে করছেন জিম্বাবুয়ের তারকা এই ব্যাটসম্যান।


বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেট এখনও মনে পড়ে তাঁর। ক্যারিয়ারের শেষ সিরিজে খেলতে এসে সেই স্মৃতি রোমন্থন করছেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশে আমি প্রথম খেলি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটি ছিল আমার খেলা সবচেয়ে ফ্ল্যাট উইকেট।’

২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচটির কথা এখনও মনে রেখেছেন তিনি। সেই ম্যাচে ৬৩ বলে দশটি চারে ৫৪ রান করেন মাসাকাদজা। ম্যাচটি জিম্বাবুয়ে জিতে নেয় ২২ রানে।

বাংলাদেশের মাটিতে মাসাকাদজা ৩৩টি ওয়ানডে খেলেছেন। ২০.০৬ গড়ে করেছেন ৬৬২ রান। হাফ সেঞ্চুরি করেছেন চারটি।

বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বেশি সফল মাসাকাদজা। সাত ম্যাচে ১৪ ইনিংসে ৪৪.৫৭ গড়ে করেছেন ৬২৪ রান। হাফ সেঞ্চুরি চারটি, সেঞ্চুরি একটি। তাঁর ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসও (১৫৮ রান) খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, ঘরের মাটিতে।

ত্রিদেশীয় সিরিজেই ক্যারিয়ারের ইতি টানছেন জিম্বাবুয়ে ক্রিকেটের এই পুরনো সৈনিক। ক্যারিয়ার নিয়ে বলেছেন, 'অবশ্যই আমার এটি অনেক লম্বা ক্যারিয়ার। তবে উত্থান পতন থাকবেই। অবশ্যই দেশের জার্সি পড়া এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক বড় প্রাপ্তি।'



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball