বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে গেলেন মাসাকাদজা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের মাটিতে প্রথমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা মনে করছেন জিম্বাবুয়ের তারকা এই ব্যাটসম্যান।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেট এখনও মনে পড়ে তাঁর। ক্যারিয়ারের শেষ সিরিজে খেলতে এসে সেই স্মৃতি রোমন্থন করছেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশে আমি প্রথম খেলি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটি ছিল আমার খেলা সবচেয়ে ফ্ল্যাট উইকেট।’
২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচটির কথা এখনও মনে রেখেছেন তিনি। সেই ম্যাচে ৬৩ বলে দশটি চারে ৫৪ রান করেন মাসাকাদজা। ম্যাচটি জিম্বাবুয়ে জিতে নেয় ২২ রানে।
বাংলাদেশের মাটিতে মাসাকাদজা ৩৩টি ওয়ানডে খেলেছেন। ২০.০৬ গড়ে করেছেন ৬৬২ রান। হাফ সেঞ্চুরি করেছেন চারটি।
বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বেশি সফল মাসাকাদজা। সাত ম্যাচে ১৪ ইনিংসে ৪৪.৫৭ গড়ে করেছেন ৬২৪ রান। হাফ সেঞ্চুরি চারটি, সেঞ্চুরি একটি। তাঁর ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসও (১৫৮ রান) খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, ঘরের মাটিতে।
ত্রিদেশীয় সিরিজেই ক্যারিয়ারের ইতি টানছেন জিম্বাবুয়ে ক্রিকেটের এই পুরনো সৈনিক। ক্যারিয়ার নিয়ে বলেছেন, 'অবশ্যই আমার এটি অনেক লম্বা ক্যারিয়ার। তবে উত্থান পতন থাকবেই। অবশ্যই দেশের জার্সি পড়া এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক বড় প্রাপ্তি।'
