জার্সি নম্বর ৭৫ কেন, জানালেন সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জার্সি নাম্বার ৭৫। বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড এম্বাসেডর সাকিব আল হাসান যখন এই জার্সিতে খেলতে নামেন তখন অনেকেই আশায় চেয়ে থাকেন। এই বুঝি সেঞ্চুরি করবেন সাকিব, অথবা এবার বল হাতে দেখাবেন ঝলক।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়কের কাছে অবশ্য খেলাটাই অনেক বড়। জামার পেছনের নাম্বার- খুব বেশি গুরুত্ব বহন করে না তাঁর কাছে।

এবার সেই জার্সি নম্বরের রহস্য উন্মোচন করেছেন সাকিব। সম্প্রতি আইসক্রিম কোম্পানি 'জা এন জি'র পক্ষ হতে ফেসবুক লাইভে এসেছিলেন সাকিব।
সেখানে অনলাইন বার্তায় ভক্তদের জানতে চাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একজন ভক্ত তাঁকে প্রশ্ন করলেন, কেন সাকিব ৭৫ নম্বর জার্সিতে খেলেন।
উত্তরে সাকিব বলেন, 'আমি যখন প্রথমবারের মতো খেলি, তখন বিসিবিই (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আমাকে ৭৫ নাম্বার জার্সি দিয়ে দেয়। এরপর অন্য সিরিজে চাইলে সেটা পরিবর্তন করা যেতো। কিন্তু আমি আর করিনি। জার্সি নাম্বার তেমন কোনও বিষয় না।'
ইংল্যান্ড বিশ্বকাপে আট ম্যাচে ব্যাট হাতে ৬০৬ রান করেন সাকিব। বল হাতে নেন ১১ উইকেট। অতিমানবীয় এই পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা সফরে দল থেকে বিশ্রাম নেন তিনি।
হজ পালনের জন্যই মূলত বিশ্রাম নেন তিনি। এরপর অবশ্য সময়টা খারাপ গিয়েছে তাঁর। আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।