মালিঙ্গা-ম্যাথুসদের সিদ্ধান্তে হতাশ শোয়েব

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১০ লঙ্কান ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও। মালিঙ্গাদের এমন আচরণে হতাশ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
টুইটারে শোয়েব লিখেছেন, 'পাকিস্তান সফরে শ্রীলঙ্কার দশ ক্রিকেটার আসছে না যা দেখে আমি হতাশ। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য পাকিস্তান বরাবরই এগিয়ে এসেছে। কিছুদিন আগে শ্রীলঙ্কায় যে মরণঘাতি আক্রমণ হল, তারপর কিন্তু পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল সেখানে পাঠানো হয়েছে।
এরপর ১৯৯৬ সালের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যেতে মানা করে দেয়। তখন ভারতের সাথে পাকিস্তানও শ্রীলঙ্কায় দল পাঠিয়েছে। আমরা শ্রীলঙ্কার কাছ থেকে আরও ভালো আচরণ প্রত্যাশা করেছিলাম। তাদের বোর্ড আমাকে সহায়তা করেছে, ক্রিকেটারদেরও করা উচিত।'

মূলত পাকিস্তান সফরে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই ফরম্যাটে শ্রীলঙ্কার দুই নিয়মিত অধিনায়ক। বোর্ডের সঙ্গে আলোচনা করে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার আরও আট ক্রিকেটার।
নাম সরিয়ে নেয়াদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমল, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা।
সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর করাচিতে। সিরিজের শেষ দুই ওয়ানডে ২৯ সেপ্টেম্বর ও ০৩ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে।
একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ৯ অক্টোবর। এই সিরিজটি দিয়ে ঘরের মাঠে আবারও ক্রিকেট ফেরাতে চায় পাকিস্তান।
এদিকে নিয়মিত দুই অধিনায়কের অনুপস্থিতিতে পাকিস্তানের ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়েছে লাহিরু থিরিমান্নেকে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন দাসুন শানাকা।