promotional_ad

আকবরদের সামনেও আফগান বাধা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্বপ্নযাত্রা অব্যাহত আছে। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামীকাল (১২ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামবে আকবর আলীর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।


দুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। এবার যুব এশিয়া কাপের ফাইনালে পৌছাতে আকবর, তৌহিদ হৃদয়দের সামনে বাধার নাম আফগানিস্তান।

অবশ্য ইংল্যান্ড সফর থেকে বেশ ভালো ছন্দে আছে বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলে এসেছে দলটি। শিরোপা জিততে না পারলেও ইংল্যান্ড সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজ লাগাচ্ছেন সাকিব-তামিমদের অনুজরা। 

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আকবর, তৌহিদ হৃদয়রা। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আরব আমিরাতকে ছয় উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ যুব দল। এরপর নেপালের বিপক্ষে অধিনায়ক আকবরের অসাধারণ ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পায় দলটি।

নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল হাসান সেঞ্চুরিতে ৪২ রানের জয় তুলে নেয় যুবারা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল খেলছে আকবরের দল।

মরাটোয়াতে বাংলাদেশের যুবারা যখন আফগানদের মোকাবেলা করবে, একই সময়ে সেমিফাইনালের আরেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারতের যুবারা।

দুই সেমিফাইনালের বিজয়ী দল কলম্বোতে ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।

স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball