বিপিএল ব্যবসার জায়গা নয়ঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দাবি করেছিল লভ্যাংশ ভাগাভাগি করার। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাবে রাজি হয়নি বিপিএল কর্তৃপক্ষ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএল দিয়ে কেউ ব্যবসা করতে চাইলে সেটা তারা মেনে নেবেন না। যে কারণে লভ্যাংশ ভাগাভাগি করা সম্ভব নয়।

বিপিএলের মূল লক্ষ্য হলো খেলার উন্নয়ন, খেলোয়াড়ের উন্নয়ন। এখন থেকে যারাই দল কিনবে তাদেরকে এই বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘লভ্যাংশ শেয়ারিং করা সম্ভব নয়। আমাদের ৮০ কোটি টাকা দিক, আমরা ৪০ কোটি দিয়ে দেব। ৮ কোটি টাকা করে নিত। আমরা সাত কোটি ছেড়েই দিয়েছি। মাত্র এক কোটি নিচ্ছি।
আবার কী চায়? একটা জিনিস মনে রাখবেন, আমরা কী চাই। আমরা চাই যারা বিপিএলে আসবে তারা বিপিএলে খেলার উন্নয়ন, খেলোয়াড়ের উন্নয়নের জন্য আসবে। ব্যবসা করার জন্য নয়। এখানে সেই সুযোগ নেই।’
নাম পরিবর্তনসহ বিপিএলে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। বিপিএল পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বোর্ড। থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। এমন সিদ্ধান্তে অন্ধকারে পড়ে যাবে না তো বিপিএলের ভবিষ্যৎ? এমন পশ্নে বোর্ড সভাপতি বলেন, ‘অন্ধকার কেন? আমরা চালাব। বিসিবি চালাতে পারবে না?
শোনেন লস যদি হয়, তাহলে ৮০ লাখ টাকার খেলোয়াড়কে ৪ কোটি টাকা দিয়ে কেউ নিতো না। কতো দাম দিয়ে নিচ্ছে তা আপনারা জানেনও না। খোঁজ নিয়ে দেইখেন। লস হলে তো কেউ এতো টাকা দিয়ে নেয় না। নিশ্চিত অনেক লাভ করে, আরও লাভ করতে চায়।’