promotional_ad

টি-টোয়েন্টির প্রস্তুতি ভালো হয়নি সাব্বির-মুশফিকদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশ দলের ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ।


ব্যাট হাতে নিজেকে মেলে না ধরতে পারলেও বল হাতে দারুণ করেছেন বিসিবি একাদশের হয়ে খেলা অলরাউন্ডার আফিফ হোসেন। চার ওভার বোলিং করে ১৯ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়েছে তরুণ এই অলরাউন্ডারকে।


বাংলাদেশের দেয়া ১৪৩ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই তাড়া করে ফেলে জিম্বাবুয়ে। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর খেলেন ৫৭ রানের অপরাজিত ইনিংস। এছাড়া ৪৬ রানের অপরাজেয় ইনিংস খেলেন তিমিসেন মারুমা।


বাংলাদেশের হয়ে আফিফ ছাড়া আর কেউ উইকেট পাননি। মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভার বোলিং করে দিয়েছেন ২০ রান। তরুণ পেসার ইয়াসির আরাফাত মিশু খরুচে বোলিং করেছেন। ২ ওভার বোলিং করা এই পেসার দিয়েছেন ২২ রান।


ব্যাট হাতেও ভালো পারফর্ম দেখাতে পারেনি বিসিবি একাদশের ক্রিকেটাররা। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে সফরকারী দলটির সামনে ১৪৩ রানের মাঝারি লক্ষ্য ছুঁড়তে পেরেছে সাব্বির রহমান, মুশফিকুর রহিমরা।



promotional_ad

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একাদশ। কিন্তু আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিক দলটি।


দুই ওপেনার সাইফ হাসান এবং নাঈম শেখের জুটি টিকেছিল চতুর্থ ওভার পর্যন্ত। দলীয় ২৬ রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সাইফ। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর সাব্বির রহমানকে নিয়ে দলীয় হাফ সেঞ্চুরি পার করেন নাঈম।


শেষ পর্যন্ত ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন তিনি। দলে না থাকলেও প্রস্তুতি ম্যাচ খেলতে আসা মুশফিকুর রহিম সাব্বিরকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন। ২৬ বলে ২৬ রান নিয়ে মুশফিক এবং ৩১ বলে ৩০ রান নিয়ে সাজঘরে ফেরেন সাব্বির। 


এরপর আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী চৌধুরী এবং আরিফুল হকের ব্যাটে ১৪২ রানের পুঁজি পায় বিসিবি একাদশ। জিম্বাবুয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শেন উইলিয়ামসন এবং দুটি উইকেট নিয়েছেন নেভিল মাদজিভা।


সংক্ষিপ্ত স্কোরঃ


বিসিবি একাদশঃ ১৪২/৭, ওভার- ২০



সাব্বির ৩০, মুশফিক ২৬; উইলিয়ামসন ৩/১৮, মাদজিভা ২/৩৫


জিম্বাবুয়েঃ ১৪৪/৩, ওভার- ১৭.২


টেইলর ৫৭*, মারুমা ৪৬*; আফিফ ৩/১৯



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball