আফিফের তিন উইকেট, টেইলরের হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ১৩৩/৩, ওভার- ১৬.৩
টেইলর ৫০*, মারুমা ৪২; আফিফ ৩/১৯

বিসিবি একাদশঃ ১৪২/৭, ওভার- ২০
সাব্বির ৩০, মুশফিক ২৬; উইলিয়ামসন ৩/১৮, মাদজিভা ২/৩৫
টেইলরের হাফ সেঞ্চুরিঃ বিসিবি একাদশের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে দারুণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর এবং টিমিচেন মারুমা। ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টেইলর।
মারুমা ব্যাটিং করছেন ৪২ রানে। ১৬.৩ ওভার শেষে ১৩৩ রান সংগ্রহ করেছে দলটি। জিততে হলে ১০ রান প্রয়োজন জিম্বাবুয়ের।
এর আগে দুর্দান্ত বোলিং করেছেন আফিফ হোসেন। চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।