ফাইনালে চোখ জিম্বাবুয়ের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বড় লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ-আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলতে চায় দলটি। মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই নিজের বিদায়ী সিরিজে দলকে বড় কিছু উপহার দিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন তিনি।

আর দলের সবাই আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন জিম্বাবুয়ে দলপতি। তবে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে যে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে তাদের সেটা জানেন তিনি।
মাসাকাদজা বলেন, 'অবশ্য আমরা আমাদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোখ আমাদের। ছেলেরা অনেক আত্মবিশ্বাসী।
আর অবসরের ব্যাপারে বলতে চাই এই পথটা সহজ ছিল না। কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। যদিও সিরিজটা সহজ হবে না জানি।'
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি মনে করছেন, তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।
মাসাকাদজা যোগ করেন, ‘গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা এখন খেলছি এবং মাঠে নামতে পারছি। বাংলাদেশ আমাদের অনেক সমর্থন করেছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের আবারও ক্রিকেট খেলার সুযোগ দিয়েছে। আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।’