promotional_ad

পাকিস্তানে না গিয়ে শাস্তির খড়্গে পেরেরা-ডিকভেলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয়ার জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাকে ছাড়পত্র দেয়নি শ্রীলংকার ক্রিকেট বোর্ড (এসএসসি)। সেই সঙ্গে অলরাউন্ডার থিসারা পেরেরাকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।


জানা গেছে, পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা বিষয় নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের পাকিস্তান সফরে যেতে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। পাকিস্তান যেতে পেরেরা ও ডিকভেলা রাজি না হওয়ায় তাদেরকে অনুশীলনে ফেরাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



promotional_ad

ডি সিলভা বলেন, ‘এটা বোর্ডের কৌশল। যদি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো খেলোয়ারকে নেয়া হয়, তবে সে খেলোয়াড় অনুমতিপত্র পাবে না। অথবা স্বেচ্ছায় তাকে চলে আসতে হবে।


এসব কথা মাথায় রেখেই ডিকভেলাকে আমরা ছাড়পত্র দেইনি। আশা করছি সে দলের সঙ্গে অনুশীলনে দ্রুত যোগ দেবে। আমরা ১৫ তারিখের মধ্যে থিসারাকে দেশে ফিরে আসতে বলেছি। তাকেও দলের অনুশীলনে দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।’


শ্রীলংকা ক্রিকেট বোর্ডের আরেক মুখপাত্র বলেছেন, ‘দলের বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তান যেতে রাজি হয়নি। কিন্তু তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা।’ 


সোমবার পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১০ লঙ্কান ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও। মূলত পাকিস্তানে নিরাপত্তা ইস্যুতে বোর্ডের সঙ্গে আলোচনা করেই নিজেদের নাম সরিয়ে নেন তাঁরা।
 
পাকিস্তান যাওয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা। 



সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার।  ২৭ সেপ্টেম্বর করাচিতে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball