এই জয়টি ঐতিহাসিকঃ নবি
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে ২২৪ রানের বিশাল ব্যবধানে পাওয়া জয়টিকে 'ঐতিহাসিক' হিসেবেই সম্বোধন করছেন মোহাম্মদ নবি। আফগান এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচটিকে নিয়ে উচ্ছ্বসিত।
ম্যাচ শেষে গণমাধ্যমে নবি বলেন, 'এই জয়টি ঐতিহাসিক। কেননা এই ফরম্যাটে আমরা নতুন। আমরা মাত্র তিনটি ম্যাচ খেলেছি। ভারত, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে। এরমধ্যে আমরা দুটো ম্যাচ জিতেছি।'

আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট বেশ শক্তিশালী, এমনটা মনে করিয়ে দিয়েছেন নবি। এ কারণেই বাংলাদেশের বিপক্ষে আফগানদের শরীরী ভাষাই ছিল অন্যরকম।
আফগান তরুণ ক্রিকেটারদের দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক এই অধিনায়ক। টেস্ট ক্রিকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ায় কাইস-ইব্রাহিমদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
নবি বলেন, 'দুটি জিতেছি, যার অর্থ হচ্ছে আমরা টেস্টেও ভালো দল এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো বেশ শক্তিশালি। তরুণ যারা খেলছে, তারা খুব দ্রুত এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমাদের তরুণদের এই ফরম্যাটে দারুণ ভবিষ্যৎ আছে বলে মনে করছি।'
এর আগে আফগান অধিনায়ক রশিদ খানও বেশ প্রশংসা করেন তরুণদের।, 'এটাকে পুরোপুরি দলীয় নৈপুণ্যই বলতে হবে। তরুণরা বেশ দ্রুত শিখছে। আমাদের দেশে চারদিনের ক্রিকেট কাঠামো বেশ শক্ত। এজন্য আমাদের বোর্ডকেও ধন্যবাদ।'