দায়টা নিজের কাঁধেই নিলেন অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন বৃষ্টি সঙ্গী হয়েছিল বাংলাদেশ দলের। হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিন মাঠ ছাড়া বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ড্র'য়ের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন চট্টগ্রামে। কিন্তু শেষ সেশনে বৃষ্টি থেমে যাওয়ার পর স্বস্তির নিশ্বাসটুকু সব থেকে বেশি ফেলেছেন আফগানিস্তান দলপতি রশিদ খান।
বৃষ্টি চলাকালিন সময় ??ফগান দলপতি জানিয়েছিলেন শুধু এক ঘণ্টা খেলতে পারলেই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিতে পারবেন তারা। বৃষ্টি থামার পর বোলিং করার জন্য সময় পেলেন ৭০ মিনিটের মতো, তাতেই কাজ করে দেখাল তার দল।

শেষ সেশনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান প্রথম বলেই উইকেট দিয়ে বসলেন আফগানিস্তানকে। সেখানেই অনেকটা নিশ্চিত হয়ে গেল টেস্ট ইতিহাসের সবথেকে বড় লজ্জা হয়তো আজকেই পেতে যাচ্ছে বাংলাদেশ।
আর প্রথম বলে এমনভাবে আউট হওয়ার জন্য সম্পূর্ণ দায় নিজের ওপর নিলেন দলপতি সাকিব। জানালেন, তিনি আউট হয়েছেন বলেই দলের জন্য কাজটা আরও কঠিন হয়ে পরেছে। দলকে চাপে ফেলে সাজঘরে ফেরার সময় নিজের অনুভূতি নিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে।
সাকিব বলেন, 'আমি আমারটা বলতে পারি বাকিদেরটা বলা কঠিন। আমি যেহেতু প্রথম বলেই আউট হয়ে গেছি। কাজটা টিমের জন্য আরও কঠিন হয়ে গেছে। তাই দায়তো আমার ওপরই পরে। যেহেতু প্রথম বলেই কাট শটটা না মারলেও হতো। না মারলেও হতো মানে না মারার মতোই ছিল। আমি শটটা খেলে ফেলেছি এবং টিম অনেকটা প্রেশারে পড়ে গেছে।
আমি যেহেতু উইকেটে ছিলাম দায়িত্ব আমার ওপরই ছিল মেইন রোলটা প্লে করার। সেটা যদি আমি করতে পারতাম ড্রেসিংরুম অনেক বেশি কমফোর্টেবল ফিল করতো। শেষ পর্যন্ত নিয়ে যেতে পারতাম অথবা ড্র করার সম্ভাবনা ছিল। যেহেতু প্রথম বলে আউট হয়ে গেছি কাজটা দলের জন্য কঠিন হয়ে গেছে।'
আফগানিস্তানের বিপক্ষে এমন হার মেনে নেয়া খুব কষ্টকর জানিয়ে সাকিব আরও বলেন, 'মেনে নেয়া অবশ্যই কষ্টকর। খুবই হতাশার ব্যাপার। যেহেতু চার উইকেট ছিল ১ ঘন্টা ১০ মিনিট খেলতে হতো।'