সমান ম্যাচ জিতেও ভারত শীর্ষে, অস্ট্রেলিয়া পাঁচে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। বৈশ্বিক এই আসর চালু হওয়ার পর এখন পর্যন্ত দুটি পুর্ণাঙ্গ সিরিজ খেলা হয়েছে।
এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ভারত ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। বিরাট কোহলির দল আদায় করে নিয়েছে পুরো ১২০ পয়েন্ট। অপরদিকে দুই ম্যাচ হেরে পয়েন্ট শুন্য ক্যারিবিয়ানরা।
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। দুই দলই আদায় করেছে সমান ৬০ পয়েন্ট করে। এই তালিকার যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে তারা।
এরই মাঝে অ্যাশেজ সিরিজের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানে দুই ম্যাচ জয় ও একটি ড্র নিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৬। তালিকার চতুর্থ স্থানে তারা।

পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। একটি জয় ও একটি ড্র নিয়ে তাদের পয়েন্ট ৩২। আসরে এখনও নাম লেখায়নি বাংলাদেশ, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচে জয় পেলে ৬০ পয়েন্ট পাবে কোনও দল। টাই করলে পাবে ৩০ পয়েন্ট, ড্র করলে পাবে ২০ পয়েন্ট।
তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচে জয় পেলে ৪০ পয়েন্ট পাবে কোনও দল। টাই করলে পাবে ২০ পয়েন্ট, ড্র করলে পাবে ১৩ পয়েন্ট। এই আসরে চার ম্যাচের সিরিজে একটি ম্যাচে জয় পেলে ৩০ পয়েন্ট পাবে কোনও দল। টাই করলে পাবে ১৫ পয়েন্ট, ড্র করলে পাবে ১০ পয়েন্ট।
এ ছাড়া পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচে জয় পেলে ২৪ পয়েন্ট পাবে কোনও দল। টাই করলে পাবে ১২ পয়েন্ট, ড্র করলে পাবে ৮ পয়েন্ট।
এ কারণেই দুই ম্যাচের সিরিজে দুটি ম্যাচে জিতে ভারতের পয়েন্ট ১২০, অপরদিকে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে, দুটি জয় ও একটি ড্র'সহ অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৬।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকছেই। এখানে সব দলই ছয়টি সিরিজ খেলবে। প্রতি সিরিজে একটি দল সর্বোচ্চ ১২০ পয়েন্ট আদায় করতে পারবে।
এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে দলগুলোর খেলা ম্যাচ সংখ্যা নিয়ে। কেননা আগামী দুই বছরে ২০টির বেশি ম্যাচ খেলবে ইংল্যান্ড। অপরদিকে বাংলাদেশ খেলবে ১৪টি টেস্ট ম্যাচ!