ওরা সেঞ্চুরি করলে আমরা কেন পারি না, প্রশ্ন পাপনের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভরাডুবির পথে বাংলাদেশ। দলের এমন অবস্থায় ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে আফগানিস্তান করেছে ৩৪২ রান। সেঞ্চুরি পেয়েছেন রহমত শাহ (১০২ রান)। এ ছাড়া আসগর আফগানও পেয়েছেন ৯২ রান। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে ২৬০ রান এনে দিতে বড় ভূমিকা রাখেন ওপেনার ইব্রাহিম জাদরান (৮৭)।

আফগানিস্তানের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা পাবেন না কেন, প্রশ্ন তুলেছেন দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ অভিভাবক।
রবিবার বলেন, 'আমার মনে হয় এখান থেকে সকলেরই অনেক কিছু শিখার আছে। আমার ধারনা ছিল মুশফিক, সাকিব, রিয়াদ, মমিনুলরা সেঞ্চুরি করবে। এই পিচে সেঞ্চুরি না করার কোনো কারন নাই, যদি ওরা করতে পারে তাহলে আমরা কেন পারব না?'
আফগানিস্তানের বিপক্ষে স্পিনিং উইকেটে খেলা হওয়ায় অবাক হয়েছেন পাপন। তাঁর মতে, দেশের ক্রিকেটে নতুন প্রধান কোচ আসার পর অনেক নিয়মই পাল্টে গিয়েছে।
'স্টিভ রোডস আসার আগে আমরা একটা নিয়মের মধ্যে ছিলাম। জানাই ছিল উপমহাদেশের দলের সঙ্গে আমরা একধনের উইকেটে খেলব আর অন্যদের সঙ্গে আরেকরকম পিচে খেলব। এখানে এসে দেখি এটাও উল্টে গেছে। অনেক পরিবর্তন।'
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৯৮ রানের। জবাবে ১৩৬ রান স্কোরবোর্ডে তুলতেই ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের আর বাকি আছে একদিন।