দেড় মাস আগেই উইকেট সম্পর্কে ধারণা পেয়েছিল আফগানিস্তান
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে সেটা সম্পর্কে ধারণা দেড় মাস আগেই পেয়েছিল আফগানিস্তান। উইকেট রক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন।
মাস দুইয়েক আগে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছিলেন আফসার। তখনই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের উইকেট সম্পর্কে ধারণা নিয়ে দেশে ফিরেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
জাজাই বলেন, 'আমরা আগেই ধারণা করেছিলাম টেস্টের উইকেট ফ্ল্যাট হবে। দেড় মাস আগে এখানে এসে খেলে গিয়েছি বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে। আমরা চিন্তা করছিলাম উইকেট এমনই থাকবে।

উইকেটে অনেক কম ঘাস দেখেছি, যেটা আমাদের অনেক অবাক করেছিল। আর এই উইকেটে অবশ্যই তাদের হারানো সম্ভব। কারণ জানতাম দুইদিন পর এই উইকেট থেকে টার্ন আসবে।'
আফগানরা যখন দেড় মাস আগেই জানতেন উইকেট কেমন হবে তখন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানালেন মন মতো উইকেট পাননি তারা। ম্যাচের চতুর্থ দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন,
'রিস্ট স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবেই যে কোনো উইকেটেই পায়। চতুর্থ পঞ্চম দিনে ওরা পাবেই। উইকেট না খেলার মতো না। আমরা বড় মন, ব্যাটিংয়ের কৌশল প্রয়োগ বা ভালোমতো খেলতে পারলে আরও ভালো কিছু হতে পারতো।
'টেস্ট ম্যাচের শুরুতেই বলেছিলাম ব্যাটসম্যানরা পার্থক্য গড়ে দিতে পারে। আবারও বলছি যে উইকেট আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। তারপরও এমন না যে আমরা এভাবে ভেঙে পড়বো। এখানে আমাদের জাত চেনানোর খুব ভালো সুযোগ ছিল যাতে আমরা খুব ভালোভাবে ব্যর্থ হয়েছি।'