promotional_ad

পেসার ইস্যুতে সাকিব-পাপনের মতের অমিল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে কোনো পেসার না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। টিম ম্যানেজমেন্টের দিকে রীতিমতো প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন তিনি। যদিও এই ইস্যুতে অধিনায়ক সাকিব আল হাসানের যুক্তি ভিন্ন। 


ম্যাচের চতুর্থ দিন শেষে পাপন বলেন, 'আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা তা সবার জানা। কিন্তু আমার প্রশ্ন হলো, একাদশে কোনো পেসার নেওয়া হলো না কেন? এগুলো সব পরিকল্পনার বাইরে।'


আফগানিস্তানের স্পিনারদের দিয়ে দল সাজিয়ে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। দুই ইনিংসে আফগানিস্তান করেছে যথাক্রমে ৩৪২ ও ২৬০ রান। প্রথম ইনিংসে ২৬০ রান করা বাংলাদেশ দলের সামনে জয়ের লক্ষ্য ৩৯৮ রানের। জবাবে ১৩৬ রান স্কোরবোর্ডে তুলতেই ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।  



promotional_ad

অধিনায়ক সাকিব তাঁর সিদ্ধান্তকেই সঠিক মনে করছেন। এক্ষেত্রে পরিসংখ্যানের আশ্রয় নিয়েছেন সাকিব।


চট্টগ্রামে মিডিয়াকে সাকিব বলেন, 'আমি যেটা ম্যাচের আগের দিন বলেছিলাম, পেস বোলারদের আগে সেই জায়গা অর্জন করতে হবে। আপনি যদি দেখেন আমি আজই পরিসংখ্যান দেখছিলাম, আমাদের পেস বোলাদের গড় ইকোনমি ৪.৪১।


তার মানে, ওরা যদি ৯০ ওভার বল করে তাহলে ওরা একদিনে রান দিবে ৪০০। আমরা কিন্তু প্রথম দিনেই টেস্টের বাইরে।'


সাকিবের কথার বাস্তবচিত্র ফুটে উঠেছে পরিসংখ্যানে। ৫ টেস্ট খেলা তাসকিন আহমেদের ইকোনমি রেট ৪.৪০। ৫ টেস্ট খেলা আবু জায়েদ রাহির ইকোনমি ৩.৩৪। 



অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ২৬ টেস্ট খেলেছেন, যেখানে তাঁর ইকোনমি ৩.৯১। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানই কেবল খানিকটা সফল। তাঁর ইকোনমি ৩.২০, তিনি খেলেছেন ১৩টি টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball