পুরনো কথার পুনরাবৃত্তি করলেন সাকিব
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্পিনিং উইকেটে যে দল ভালো ব্যাটিং করবে, সেই দলই এগিয়ে থাকবে। ঘরের মাটিতে এ কথা যেন চিরন্তন। এ কথা আবারও মনে করিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রামে গণমাধ্যমে সাকিব বলেন, 'রিস্ট স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবেই যে কোনো উইকেটেই পায়। চতুর্থ পঞ্চম দিনে ওরা পাবেই। উইকেট না খেলার মতো না। আমরা বড় মন, ব্যাটিংয়ের কৌশল প্রয়োগ বা ভালোমতো খেলতে পারলে আরও ভালো কিছু হতে পারতো।

'টেস্ট ম্যাচের শুরুতেই বলেছিলাম ব্যাটসম্যানরা পার্থক্য গড়ে দিতে পারে। আবারও বলছি যে উইকেট আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। তারপরও এমন না যে আমরা এভাবে ভেঙে পড়বো। এখানে আমাদের জাত চেনানোর খুব ভালো সুযোগ ছিল যাতে আমরা খুব ভালোভাবে ব্যর্থ হয়েছি।'
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দারুণভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৩৬ রান তুলতে ছয় উইকেট হারিয়েছে তারা। অথচ জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য পাহাড়সম (৩৯৮ রান)।
সিরিজ শুরুর আগেই যেন এমনটা জানা ছিল সাকিবের। টেস্ট ম্যাচ শুরুর আগের দিনই গণমাধ্যমে এমনটা জানিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
'দেশে আমরা তো ভালোই বোলিং করেছি। আমাদের স্পিনাররা যখনই তাদের পছন্দমতো উইকেট পেয়েছে সবসময়ই ভালো করেছে। তবে ওদেরও (আফগানিস্তান) কোয়ালিটি স্পিনার আছে। আমার মনে হয় পার্থক্য গড়ে দিতে পারে এখানে দুই দলের ব্যাটিং।', বলেছিলেন সাকিব।