চট্টগ্রামে কার্ডিফ ফেরানো অসম্ভব নয়, কিন্তু কঠিনঃ সাকিব

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে জয় পেতে হলে অম্ভব কিছু করতে হবে বাংলাদেশ দলকে। শেষ দিন জয়ের জন্য আরও ২৬২ রান প্রয়োজন সাকিববাহিনীর, হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। এমন অবস্থায় স্মৃতিতে ভেসে ওঠে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে বাংলাদেশ দলের অসম্ভব কীর্তির কথা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পরও ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে সম্ভব হয় বাংলাদেশ। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির ওপর ভর করে জয় তুলে নেয় টাইগাররা।

তাই চট্টগ্রাম টেস্টের শেষ দিনে মাঠে নামার আগে সাকিববাহিনীর অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে ম্যাচটি। অধিনায়ক সাকিব নিজেও বললেন, কাজটা কঠিন হলেও অসম্ভব কিছু না।
কিন্তু সে জন্য সৌম্য সরকারকে মাহমুদউল্লাহ রিয়াদের ভুমিকা পালন করতে হবে বলেও জানান এই অলরাউন্ডার। দুজনকে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, 'কার্ডিফ ফিরে আসতে তো ওই পাশে একজন থাকা লাগবে আবার এই পাশে আমার থাকা লাগবে।
ওইটাই বললাম দুজনেরই করা লাগবে। আমি যদি ১৭০ করি আরেকজনের ১২০ তো করা লাগবে। তারপরও আমরা জিততে পারবো, আমার ১৫০ আর ওর ১২০ করা লাগবে। অসম্ভব না কিন্তু অনেক কঠিন কাজটা।'
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৯ এবং সৌম্য সরকার ০ রান নিয়ে শেষ দিন ব্যাটিং করতে নামবেন। এখন দেখার বিষয় ঘরের মাঠে কার্ডিফ ফিরিয়ে আনতে পারেন কিনা এই দুজন।