promotional_ad

নেতা আকবরের ব্যাটে দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলংকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রবিবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলী। 


এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেল আকবর আলীর দলের। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতে ২ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।


রবিবার জয়ের জন্য বাংলাদেশকে ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নেপাল। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই দুই ওপেনার তানজিদ হাসান এবং অনিক সরকারকে হারিয়ে বসে বাংলাদেশ।



promotional_ad

সেখান থেকে টাইগারদের উদ্ধার করেন মাহমুদুল হাসান জয় এবং তৌহদ হৃদয়। নিজেদের মধ্যে ৭৯ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন এই দুই ব্যাটসম্যান। দলীয় ৯৮ রানে জয় ৪০ করে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়।


হাফ সেঞ্চুরি হাঁকানোর পর বেশিদূর যেতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৬০ রান করে উইকেট ছুঁড়ে দেন তিনি। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী এবং শামিম হোসেন।


আকবর তুলে নেন হাফ সেঞ্চুরি। তাঁকে দারুণ সঙ্গ দেন শামিম। দুজনের ব্যাটে ভর করে দলীয় ২০০ রানের পুঁজি পার করে টাইগাররা। এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি বাংলাদেশকে। 


৬ উইকেট হাতে রেখে ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা। ৯৭ রানে ক্রিজে অপরাজিত থাকেন আকবর, শামিমের ব্যাট থেকে আসে ৪২ রান। দুজনের মধ্যে জুটি হয় ১২৯ রানের। নেপালের পক্ষে কামাল সিং নিয়েছেন ২টি উইকেট।



এর আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬১ রানের পুঁজি পায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন পাওয়ান শারাফ।  বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন সাকিব এবং শাহিন আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball