সবসময় প্রতারক হিসেবে থাকবেন স্মিথঃ হার্মিসন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন স্টিভ স্মিথ। তবে যতই রান করুক স্মিথ, মন গলছে না সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের। স্মিথকে প্রতারক হিসেবেই মনে রাখতে চান হার্মিসন।
কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সাদা পোশাকে ফিরেছেন তিন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। শুধু স্মিথ নয়, বাকি দুজনকেও প্রতারক হিসেবে দেখছেন সাবেক ইংলিশ পেসার হার্মিসন।

মিডিয়াকে বলেন, 'আমার মনে হয় না আপনি তাকে (স্মিথ) ক্ষমা করতে পারবেন। যে ১২ মাস স্মিথ, ব্যানক্রফট, ওয়ার্নাররা শাস্তিতে ছিল তখনও আমি বার বার বলেছি। সে (স্মিথ) প্রতারক হিসেবেই থাকবে। এটাকে লুকানোর কিছু নেই।
সে সহ মোট তিনজন প্রতারণা করেছে। এটা তাদের জীবন বৃত্তান্তে লেখা থাকবে। এটা তাদের মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। দক্ষিণ আফ্রিকায় স্মিথ যা করেছে সেটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। সে খেলার সঙ্গে প্রতারণা করেছে।'
মাঠের বাইরে সমালোচনা হলেও ব্যাট হাতে সেই জবাব প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন স্মিথ। ইংলিশ সমর্থকরা প্রতি ম্যাচেই দুয়ো দিয়ে চলছেন তাঁকে।
সেসব উপেক্ষা করে এখন পর্যন্ত সাবেক অজি অধিনায়কের ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১ এবং ৮২ রানের।