ধোনিকে ভালোভাবে বিদায় দেয়া উচিতঃ কুম্বলে

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে সঠিকভাবেই ক্রিকেট থেকে বিদায় জানানো উচিত বলে মনে করেন দেশটির কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।
ভারতীয় মিডিয়ার গুঞ্জন ছিল ইংল্যান্ড বিশ্বকাপের পরই অবসরে যাবেন ৩৮ বছর বয়সী ধোনি। কিন্তু ধোনি অবসর না নেয়ায় এই বিষয়ে জলঘোলা হচ্ছেই। কুম্বলের মতে, দলের পরিকল্পনা ঠিক রেখে যেকোনো সময়েই অবসরে যেতে পারেন ধোনি।

মিডিয়াকে কুম্বলে বলেন, 'ধোনি ভালোমতো বিদায় নেওয়াটা প্রত্যাশা করতেই পারে। সে যখন চায় তখন বিদায় নিবে। তবে দলের ভালোর জন্য নির্বাচকদের এটা নিয়ে এখনই বসা উচিৎ। সবার সবকিছু জানা থাকা প্রয়োজন।'
এ ছাড়া সামনের বছরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে আদর্শ দল গঠন করার ব্যাপারেও মতামত দিয়েছেন কুম্বলে।
'সামনের বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচকরা কেমন দল চায় সেটা এখনই সবার জানা থাকা প্রয়োজন। আপনি একটি ধারাবাহিক দল চাইবেন।
ইংল্যান্ড বিশ্বকাপ চলা অবস্থায়ও সবাই আলোচনা করেছে, কে ব্যাটিং করবে চার নম্বর পজিশনে। এমন আলোচনা ২০ ওভারের বিশ্বকাপে হওয়া উচিৎ না। আপনি চাইবেন সামনের বিশ্বকাপে যাওয়ার আগে দল পরিপূর্ণ হয়েই যাক। সবাই যার যার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুক।'