promotional_ad

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে সালমারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জিতেছে বাংলাদেশ। শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সালমা খাতুনের দল।


এদিন জয়ের জন্য থাইল্যান্ডকে ১৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রান স্কোরবোর্ডে তুলে থাইল্যান্ড।


দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন রাতনাপর্ন পাডুংলার্ডে। এছাড়া ওয়াংপাকা লেইনপ্রাসার্টের ব্যাট থেকে আসে ১১ রান। এই দুজন ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে জেতে পারেননি।



promotional_ad

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদা খাতুন এবং শায়লা শারমিন। এছাড়া খাদিজা তুল কুবরা এবং সালমা আক্তার নেন একটি করে উইকেট।


এর আগে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ী ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে ৬৮ রান জোগ করেন সানজিদা ইসলাম এবং মুর্শিদা খাতুন।


মুর্শিদা ৩৩ করে ফিরলেও সানজিদা তুলে নেন হাফ সেঞ্চুরি। বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্তে টিকে থেকে দলকে ১৩০ রানের পুজি এনে দেন সানজিদা।


এই ওপেনারের ব্যাট থেকে আসে ৭১ রানের অপরাজিত ইনিংস। থাইল্যান্ড নারী দলের হয়ে ২টি উইকেট নিয়েছেন নেটিয়া বোচাথাম। ১টি করে উইকেট পেয়েছেন সর্ণারিন টিপ্পোচ এবং সুলিপর্ণ লাওমি। 



সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১৩০/৫ (২০ ওভার) (সানজিদা ৭১*, মুর্শিদা ৩৩; বোচাথাম ২/৩১)


থাইল্যান্ডঃ ৬০/৭ (২০ ওভার)  (রানতাপর্ন পাডুংলার্ডে ১৫*, ওয়াংপাকা লেইনপ্রাসার্ট ১১) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball