আর্চার-বুমরাহকে নিয়ে দুশ্চিন্তায় নেই রাবাদা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে পাচ বছর পূর্ণ হবে কাগিসো রাবাদার। অভিষেকের পর থেকে বল হাতে আলো ছড়িয়ে গেলেও চলতি বছরটা ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার এই পেসারের।
ইনজুরি সমস্যার কারণে খানিকটা দুশ্চিন্তায় কাটাতে হয়েছে তাকে। এই সুযোগে ক্রিকেটের তিন ফরম্যাটে রাজত্ব করে চলেছেন ভারতের জাসপ্রতি বুমরাহ এবং ইংল্যান্ডের জফরা আর্চার।

তারপরও তিন ফরম্যাট মিলিয়ে এবছরের চতুর্থ সেরা পেসার এখন রাবাদা। ২৩ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট যেখানে বোলিং গড় ২৮.৬৫। নিজে ভালো পারফর্ম করেও ইংল্যান্ড বিশ্বকাপে দলকে সেমিফাইনালে নিয়ে জেতে পারেননি।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভালো সময় দূরে ছিলেন রাবাদা। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে মাঠে নামার আগে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। জানিয়েছেন সবার মতো তিনিও হতে চান বিশ্বসেরা।
রাবাদা বলেন, 'ক্যারিয়ার পরিচালনা করা আসলে সহজ না। ক্যারিয়ারে উত্থান পতন আসবে এটা শিখেছি। আমি বিশ্বসেরা হতে চাই, সবাই চায়। আমি সেই লক্ষ্যে অটুট থাকলে অবশ্যই পৌঁছে যাবেন। মোটেও আমি চিন্তিত নই। ভালো ভাবে এখন সহজভাবে নিচ্ছি। আমার তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আছে।'
রাবাদা আরও বিশ্বাস করেন, সব সময় ভালো ফর্ম থাকে না। তাই সময়টাকে সবাই কাজে লাগাতে চায়। আর্চার এবং বুমরাহর পারফর্মেন্স তাকে ভালো করতে বেশি করে উৎসাহ দিচ্ছে বলেও জানান এই পেসার।
রাবাদা বলেন, 'মিডিয়া তাদের অনেক ওপরে নিয়ে এসেছে। আমি জানি আমিও ভালো খেলছি। আর্চার প্রাকৃতিক ভাবেই প্রতিভাবান, বুমরাহ বেশ কিছু বিশ্ব ঘটিয়েছে। তারা আমাকে উৎসাহ দিচ্ছে আরও। সব সময়ে আপনি নিজের সেরা ফর্মে থাকবেন না, এটা বলতেই হয়।'