আফগানিস্তান ৭০-৩০ বাংলাদেশ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭৪ রানে এগিয়ে আছে আফগানিস্তান। চতুর্থ দিন অন্তত আরও ১০-১৫ ওভার ব্যাটিং করতে চায় রশিদ খানের দল, জানিয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান।
সেই সঙ্গে আফগানরা ৭০ ভাগ নিশ্চিত যে ম্যাচের ফলাফল তাদের পক্ষে যাবে। নিজেদের তৃতীয় টেস্টে দ্বিতীয় জয়ের স্বপ্ন ইতোমধ্যে দেখতে শুরু করেছে মোহাম্মদ নবি-আজগর আফগানরা।

যদিও ম্যাচের শেষ দুই দিন বৃষ্টির শঙ্কা রয়েছে। কিন্তু আপাতত এসব নিয়ে ভাবছেন না দলের কোনো ক্রিকেটারই। সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলা ও??েনার ইব্রাহিম জাদরান এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী দুদিনের আবহাওয়া কেমন হবে জানি না। কিন্তু যেভাবে মাঝে মাঝে রোদ আবার মাঝে মাঝে মেঘ থাকছে, তাতে একটা কিন্তু রয়েই যাচ্ছে। তবে আমরা আশা করি, আরও ১০-১৫ ওভার ব্যাট করতে পারলে আর ৩০-৪০ রান যোগ করতে পারলে লক্ষ্যটা চারশো ছাড়িয়ে যাবে।
তখন বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যাবে।আশা করছি ওদের প্রথম ইনিংসে যেভাবে অলআউট করেছিলেম আবারও তা করতে পারব। আমাদের বিশ্বাস, আমরা এই ম্যাচে ৭০ শতাংশ জেতার অবস্থায় আছি।’
এদিকে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকানোর দিন অল্পের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাদরানকে। জানিয়েছেন, এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না, প্রথম দুই দিনের তুলনায় উইকেটের আচরণ ছিল ভিন্ন।
জাদরান আরও বলেন, 'প্রথম দুই দিনের তুলনায় আজকের দিনের উইকেটের আচরণ ছিল অনেক ভিন্ন। শট খেলা সহজ ছিল না, তারপরও দায়িত্ব নেয়ার চেষ্টা করেছি এই কারণেই ভালো খেলেছি।'