promotional_ad

মিরাজের চোখে ধৈর্যের পরীক্ষায় পাশ আফগানিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। এই ফরম্যাটের নতুন দল আফগানিস্তান চাপে রেখেছে সাকিব আল হাসানের দলকে। সহজ ভাষায় বলতে সিরিজের একমাত্র টেস্টের নাটাই এখন রশিদ খানের দলের হাতে।


বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ জানালেন, সেশন বাই সেশন ভালো খেলার পাশাপাশি ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে বলেই এখন ভালো অবস্থানে আছে আফগানরা। প্রতিপক্ষকে হালকা ভাবে না নিলেও সাকিব-রিয়াদদের রানের ঘুম ঠিকই হারাম করে দিয়েছে নিজদের তৃতীয় টেস্ট খেলতে নামা দলটি। 



promotional_ad

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমি আগেও একটা কথা বলেছিলাম, ক্রিকেট খেলায় যারা ভালো ক্রিকেট খেলবে তারাই কিন্তু জিতবে। যারা সেশন বাই সেশন ভালো খেলবে, তারাই কিন্তু এগিয়ে থাকবে। আমরা যে ওদের হালকা করে দেখেছি, তেমন কিছুই না। ওরা ভালো ক্রিকেট খেলেছে। ওরা অনেক ধৈর্যরে পরীক্ষা দিয়েছে। এটাই আমার কাছে মনে হয়।'


তৃতীয় দিন সকালে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের ৮ উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশ। শুরুতে ৩ উইকেট ফেললেও আজগর আফগান এবং ইব্রাহিম জাদরানের জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা।


মিরাজের দাবি, দলের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে উইকেট তুলে নেয়ার। কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়ে কোনো ভুল করেননি। তারপরও হাল ছেড়ে দেননি সাকিব-তাইজুলরা।



মিরাজ আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে জুটি হবেই। বোলাররা যে একদম খারাপ বোলিং করেছে তা নয়। জুটি হয়ে গেলে ব্যাটসম্যানরা সেহজে খেলতে পারে। তারপরও আমার কাছে মনে হয় বোলাররা ধৈর্য সহকারে অনেকক্ষণ বোলিং করার চেষ্টা করেছে।


বিশেষ করে তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে। ওরা ভালো খেলেছে। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা জুটি গড়ার কারনে আমরা চেষ্টা করছিলাম ওদের ‍জুটি ভাঙ্গার। কিছু সময়ের জণ্য শরীর কিছুটা হলেও ছেড়ে দেয়। সবখানেই এটা হতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball