পাকিস্তানে খেলতে মালিঙ্গাদের দুয়ারে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের শেষদিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। কিন্তু শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারদের অনেকেই এই সফরে যেতে চান না। তাদের রাজি করাতে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্দো।
মিডিয়াকে তিনি বলেন, 'আমি বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। এদের অনেকের পরিবার তাদের নিয়ে দুশ্চিন্তা করছে। আমি তাদের বলেছি যে, আমিও তোমাদের সঙ্গে পাকিস্তান যাবো।'

শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ইতোমধ্যেই পাকিস্তানে যেতে অপারগতা প্রকাশ করেছেন।
এ কারণেই দলের সবার সঙ্গে বসবেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেয়ার কথা তাদের।
ওয়ানডে ম্যাচগুলো অনুস্থিত হবে ২৭, ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। তিনটি ওয়ানডেই হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুস্থিত হবে ৫,৭ ও ৯ অক্টোবর। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।