দুয়োর প্রত্যুত্তরে 'বাহবা' দিলেন ওয়ার্নার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের পর সাজা ভোগ করে ক্রিকেটে ফিরেছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। তারপরেও চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দর্শকদের দুয়ো শুনছেন তাঁরা। এই দুয়োর জবাব অভিনব উপায়ে দিচ্ছেন ওয়ার্নার।
ম্যানচেস্টারে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে সিঁড়ি দিয়ে ফিল্ডিংয়ে নামার সময় ইংলিশ সমর্থকরা 'প্রতারক' বলে দুয়ো দেয় ওয়ার্নারকে। জবাবে সমর্থকদের দিকে দুহাত তুলে 'বাহবা' ইঙ্গিত দেন অজিদের সাবেক সহ-অধিনায়ক।

এর আগেও অ্যাশেজের আরেকটি টেস্টে সমর্থকদের দুয়োর জবাব দেন ওয়ার্নার। মাঠের একপাশে ফিল্ডিংয়ের সময় দর্শকরা তাঁকে উদ্দেশ্য করে 'শিরীষ কাগজ মানব' বলে দুয়ো দেয়। জবাবে ট্রাউজারের খালি দুটি পকেট দর্শকদের দেখান ওয়ার্নার।
ব্যাট হাতে অবশ্য সময়টা যথাযথ নয় ওয়ার্নারের। ব্যাট হাতে চলমান অ্যাশেজে তাঁর ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ২, ৮, ৩, ৫, ৬১, ০ এবং ০ রানের।
অপরদিকে দুয়োর জবাব ব্যাট হাতে দিয়ে চলেছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২ এবং ২১১ রানের।