হেসে খেলে জিতল বাংলাদেশের যুবারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে আকবর আলীর দল।
এদিন প্রথমে ব্যাটিং করে ২৮ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ওসামা হাসান। এছাড়া শারাফুর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৪ রান।

বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান এবং তানজিম হাসান নেন ৩টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ২১.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন তানজিদ হাসান। এছাড়া পারভেজ হোসেন ইমন ৩০ এবং মাহমুদুল হাসান জয় করেন ২৭ রান। আরব আমিরাতের হয়ে মুখার্জি ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
৮ সেপ্টেম্বর নেপাল এবং শ্রীলংকার বিপক্ষে ১০ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশের যুবারা। দুটি ম্যাচের একটি জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল