অস্তিত্ব সঙ্কটে বাংলাদেশ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। আফগানিস্তানের ব্যাটসম্যানদের আটকাতে স্পিন সহায়ক উইকেট তৈরি করলেও সেটা কাল হয়ে দাঁড়িয়েছে সাকিববাহিনীর জন্য। যদিও শেষ বেলায় মোসাদ্দেক হোসেন এবং তাইজুল ইসলামের জুটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টাইগারদের।
আফগান স্পিনারদের ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন মমিনুল হক। ৪২ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। আর তার সঙ্গী তাইজুলের সংগ্রহ ১৪ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১৪৮ রানে এগিয়ে আছে সফরকারী আফগানিস্তান। আফগানদের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন দলপতি রশিদ খান।
দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পরে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।
আফগান পেসার ইয়ামিন আহমেদ জাইয়ের অফ স্টাম্পে পড়া বলটি হালকা বেরিয়ে যাওয়ার সময় সাদমানের ব্যাটের কানায় লাগে। ঝাপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।
শুরুতে উইকেট হারালেও আরেক ওপেনার সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজে ব্যাটিং করতে থাকেন লিটন দাস। দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টায় বোলিং করতে থাকে আফগানিস্তান।

লিটন এবং সৌম্য মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে গেলেও তাতে বাঁধা হয়ে দাঁড়ান মোহাম্মদ নবি। ১৭ রান করা সৌম্যকে লেগ বিফোর উইকেটের শিকার বানিয়ে ফেরান এই স্পিনার। খানিক পর লিটন দাসকে বোল্ড করে নিজের প্রথম উইকেট তুলে নেন আফগান দলপতি রশিদ খান।
৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে উদ্ধারের কাজে ব্যাটিং করতে থাকেন সাকিব আল হাসান এবং মমিনুল হক। কিন্তু চা বিরতির ঠিক আগে জোড়া আঘাত হানেন রশিদ। সাকিবকে ৯ রানে লেগ বিফরের ফাঁদে ফেলার পর একই ওভারে ০ রানে মুশফিককে বিদায় করেন এই স্পিনার। ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় সেশনে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে আরও বিপদে ফেলেন রশিদ। মাহমুদউল্লাহকে বোল্ড করে বিদায় করেন তিনি। ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও একাই লড়াই চালিয়ে যান মমিনুল। তুলে নেন হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছে উইকেটে বেশিক্ষন টিকতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যানও।
আগ্রাসী খেলতে গিয়ে আসগর আফগানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাঁর উইকেটটি নেন মোহাম্মদ নবি। ৭১ বলে আটটি চারে ৫২ রান করে ফেরেন মুমিনুল। খানিক পর মিরাজকে বোল্ড করে নিজের প্রথম উইকেট তুলে নেন কায়েস আহমেদ।
তরুণ মোসাদ্দেক হোসেনের ব্যাটে ফলো-অন এড়াতে সক্ষম হয় টাইগাররা। শেষ সেশনে মোসাদ্দেক এবং তাইজুল মিলে একাই লড়াই চালিয়ে যান। তাদের ৪৮ রানের জুটিতে ১৯৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিন সকালে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে খেলতে নামে আফগানিস্তান। ৮৮ রানে দিন শুরু করা সাবেক অধিনায়ক আজগর আফগান ফিরে যান ৯২ রানে। তবে দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন অধিয়ানায়ক রশিদ খান।
৫১ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ৩৪২ রানের পুঁজি এনে দেন রশিদ। বাংলাদেশের হয়ে ১১৬ রান খরচায় চার উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন নাঈম হাসান এবং সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ- ১৯৪/৮, ওভার- ৬৭ ওভার (মোসাদ্দেক ৩৭*, তাইজুল ১৪*) (রশিদ খান ৪/৪৭)
আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৩৪২/১০, ওভার- ১১৭ (রহমত ১০২, আসগর ৯২, রশিদ ৫১; তাইজুল ৪/১১৬, নাঈম ২/ ৪৩)