প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে স্মিথঃ পন্টিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানোর পর লর্ডসে ৯২ রানে আউট হয়েছিলেন স্মিথ। মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি, খেলতে পারেননি সিরিজের তৃতীয় টেস্ট। ওল্ড ট্রাফোর্ডে টেস্টে মাঠে ফিরে যেখানে থেমেছিলেন সেখান থেকেই শুরু করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
ইংল্যান্ডের বোলারদের এক বিন্দু পরিমাণও পাত্তা দেননি ডানহাতি এই ব্যাটসম্যান। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছেও সন্তুষ্টি আসেনি তাঁর, ক্যার??য়ারের তৃতীয় দ্বিশতক হাঁকিয়ে ২১১ রানে ডাগআউটে ফিরলেও অস্ট্রেলিয়াকে বড় স্কোর এনে দেন স্মিথ।

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাকানোর দিন ডানহাতি এই ব্যাটসম্যানের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট বোদ্ধাদের। যার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও।
অস্ট্রেলিয়াকে দুই বার বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক মনে করেন, স্মিথ যেভাবে চাচ্ছে প্রতিটি প্রতিপক্ষকে সেভাবেই তৈরি করছে। তাদের দারুনভাবে নিয়ন্ত্রন করছে সে এমনকি ভাবে তাকে আউট করতে হবে সেটাও বোলারদের বুঝতে দিচ্ছেন না স্মিথ।
পন্টিং বলেন,'অসাধারণ একটি ইনিংস খেলেছে স্মিথ। এটাই সে, সে এভাবেই খেলে। কোনো ভুল সে করে না। অসাধারণ ভাবে সে নিজের ভুলগুলো শুধরে ফেলতে পারে। তার যে গেমপ্ল্যান সেটা তার ক্ষেত্রে দারুনভাবে কাজ করে।
যেভাবে সে ব্যাটিং করে বোলাররা বুঝতেই পারে না কোথায় তাকে বোলিং করতে হবে। তাকে কিভাবে আউট করতে হবে। এখন সে তার সর্বোচ্চ খেলাটা খেলছে। সে যেভাবে চাচ্ছে প্রতিটি প্রতিপক্ষকে সেভাবেই তৈরি করছে।'
স্মিথের ২১১ রানের অবদানে ৮ উইকেটে ৪৯৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৩ রান। সব মিলিয়ে স্মিথের কাঁধে ভর করেই ওল্ড ট্রাফোর্ডে রাজত্ব করছে অজিরা।