promotional_ad

সাফল্যের রহস্য জানালেন রহমত শাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিনই জানা গিয়েছিল স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামতে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে স্পিন দিয়ে ঘায়েল করার পর আফগানিস্তানের বিপক্ষেও একই মন্ত্র নিয়ে মাঠে নামে সাকিব আল হাসানের দল। 


একাদশের চারজন নিয়মিত স্পিনারের সঙ্গে আরও তিনজন স্পিনারকে চট্টগ্রাম টেস্টে ব্যবহার করেছে বাংলাদেশ। কিন্তু এদিন সাকিববাহিনীকে মুদ্রার উল্টো পিঠটা দেখতে হয়েছে।



promotional_ad

বিশেষ করে রহমত শাহ এবং আজগর আফগান কোনো প্রকার সুযোগ দেননি নাঈম হাসান-সাকিব আল হাসানদের। স্পিনারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন রহমত। ১০২ রানে সাজঘরে ফিরলেও সাবেক অধিনায়ক আজগর আফগান ৮৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। 


চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন রহমত শাহ। সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ম্যাচ শেষে এসেছিলেন আফগানিস্তান দলের হয়ে সংবাদ সম্মেলনে।


সেখানে এসে নিজের সফলতার রহস্য নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। জানিয়েছেন, স্পিনেরদের বিপক্ষে উইকেট বুঝে ফ্রন্ট ফুটে খেলেই সফল হয়েছেন তিনি।



রহমত বলেন, 'আমার শুরু থেকেই পরিকল্পনা ছিল যে ফ্রন্ট ফুটে খেলবো। তারা অনেক ভালো ফিল্ডিং সাজিয়েছে আমার বিপক্ষে। তাই আমি বেশি বেশি ক্রিজ ব্যবহার করে খেলেছি, সামনে এসে উইকেট বুঝে শট খেলেছি।' 


সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংস বেশি লম্বা করতে না পারলেও দলকে ভালো অবস্থানে রেখেই সাজঘরে ফিরেছেন রহমত শাহ। তাঁর সেঞ্চুরির দিনে ৫ উইকেটে ২৭১ রানের পুজি পেয়েছে আফগানিস্তান দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball