বৃষ্টির দাপটের দিনে আফিফের সেঞ্চুরি, অপেক্ষায় শান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনও দাপট দেখিয়েছে বৃষ্টি। তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। অল্প সময় খেলা হলেও কোনো উইকেট না হারিয়ে আরও ১৫১ রান স্কোরবোর্ডে যোগ করেছে এইচপি দল।
সেঞ্চুরির দেখা পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। ১০০ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আরেক অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও হাঁটছেন শতকের পথে।

৮৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ইতোমধ্যে নিজেদের মধ্যে ১৮৭ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। দিন শেষে তাদের সংগ্রহ ৬৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান।
এর আগে ৩ উইকেটে ৫৭ রান দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন এই দুই ব্যাটসম্যান। শান্ত অপরাজিত ছিলেন ২৬ রানে, আর ১৬ রানে খেলছিলেন আফিফ। তৃতীয় দিন দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন দুজনই।
এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান।
দলীয় ৬ রানে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ শিরাজকে উইকেট ছুঁড়ে দেন তিনি। এরপর ১২তম ওভারে জেহান ড্যানিয়েলের জোড়া আঘাতে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২১ রান থাকতেই আমিনুল (৯) ও ইয়াসির আলী (০) ফিরে যান।