ভয়ডরহীন পাকিস্তান তৈরির মিশনে মিসবাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার পাকিস্তান দলের প্রধান কোচ এবং নির্বাচকের দায়িত্ব তুলে দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মিসবাহ উল হককে। দায়িত্ব পেয়ে পাকিস্তান দল নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।
জানিয়েছেন, পাকিস্তান দলকে বুদ্ধিদীপ্ত ও ভয়ডরহীন বানাতে চান তিনি। সেই সঙ্গে দলের ড্রেসিং রুমের পরিবেশ পাল্টানোর দিকেও মনোযোগ দিতে চান সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

গত বিশ্বকাপের পর তখনকার কোচ মিকি আর্থারের চুক্তি আর নবায়ন করেনি পিসিবি। তাই পিসিবির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করে প্রধান কোচ পদের জন্য আবেদন করেন মিসবাহ।
এরই প্রেক্ষিতে বুধবার সাবেক এই পাকিস্তানের অধিনায়ককে দায়িত্ব তুলে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে পাকিস্তান দলকে সর্বোচ্চ পর্যায়ের ধারাবাহিক দল হিসেবে গড়ে তোলার কথাও জানান মিসবাহ।
মিসবাহ বলেন, ‘দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি তাদের এমনভাবে প্রস্তুত করতে চাই যেন বুদ্ধিদীপ্ত ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে।
আর এর জন্য ড্রেসিং রুমের পরিবেশ পাল্টাতে হবে তা বুঝতে পারছি, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিক হতে এর বিকল্প নেই।'
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান মনে করেন, যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব তুলে দেয়া হয়েছে। তিনি বলেন, 'এই দ্বৈত ভূমিকায় মিসবাহই সবচেয়ে উপযুক্ত কারণ পাকিস্তান ক্রিকেটে চাহিদা সে জানে আর খেলাটি নিয়ে তার জ্ঞানও গভীর।'