যেখানে সাকিবের সঙ্গে একমত রশিদ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্বাগতিক দল হওয়ায় বৃহস্পতিবার সবার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে এসে জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদের। সফরকারী দলের অধিনায়ক রশিদ খানও সংবাদ সম্মেলনে এসে জানালেন একই কথা।
রশিদ খান নিজে স্পিনার হওয়ায় ম্যাচে স্পিনার ভূমিকা নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, সঠিক জায়গা এবং লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করলে সাফল্য আসবে। সংবাদ সম্মেলনে এসে সাকিবের সঙ্গে একমত পোষণ করে রশিদ বলেন,

'ঠিক বলেছে। আমরাও এটা ভাবছি। এই কন্ডিশনে ব্যাটসম্যানদের রান করা কঠিনই হবে। যে টিকে থাকতে পারবে, চাপ সামলাতে পারবে, তারাই জিতবে। স্পিনারদের ঠিক জায়গায় বোলিং করতে হবে।
ঠিক লেংথে বোলিং করতে পারলে উইকেট পাওয়া সহজ হবে। আগে এখানে স্পিনারদের ম্যাচ হতে দেখেছি। দুই দলেরই তাই ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা। যারা নিয়ন্ত্রণ নিতে পারবে, যারা স্নায়ুর সঙ্গে পেরে উঠবে, ঠিক সময়ে ঠিক কাজটা করবে তারাই জিতবে।'
এর আগে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের অধিনায়ক সাকিব জানিয়েছিলেন, টেস্টের ফলাফলে পার্থক্য গড়ে দিতে পারে দুই দলের ব্যাটিং। আফগানদের মতো বাংলাদেশও স্পিন দিয়ে প্রতিপক্ষ দুর্গে আঘাত করার পরিকল্পনা সাজাতে চাইছে।
সাকিব বলেন, 'দেখুন দেশে আমরা তো ভালোই বোলিং করেছি। আমাদের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছে, তাদের পছন্দমতো উইকেট যখন পেয়েছে, সবসময়ই ভালো করেছে।
তবে সেটি বলার পরও, ওদেরও কোয়ালিটি স্পিনার আছে। আমার মনে হয় যে পার্থক্য গড়ে দিতে পারে এখানে দুই দলের ব্যাটিংটাই।'