promotional_ad

হাসান-আমিরদের দায়িত্ব দেয়া হয়েছে ওয়াকারকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসকে। 


ইংল্যান্ড বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বোলিং কোচ আজহার মাহমুদের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে বোলিং কোচের পদটি খালি ছিল অনেকদিন ধরে।



promotional_ad

বৃহস্পতিবার প্রধান কোচ, প্রধান নির্বাচক এবং বোলিং কোচের নাম জানায় পাকিস্তান। যেখানে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের পদে দায়িত্ব তুলে দেয়া হয়েছে মিসবাহ উল হককে। 


তিন বছরের জন্য দুজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পিসিবি। মিসবাহ ও ওয়াকার এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের ও এপ্রিল পর্যন্ত সময়ে পাকিস্তান দলে একসঙ্গে ছিলেন তারা। 


ওয়াকার পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর মিসবাহ ছিলেন অধিনায়ক। এবার কোচ হিসেবে দুজন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ওয়াকার ২০১০ সালেও পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সেবার শহীদ আফ্রিদি ছিলেন পাকিস্তানের অধিনায়ক। 



চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই পাকিস্তান দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা। ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।  


এরপর নভেম্বরে শুরু হবে এই দুজনের টেস্ট চ্যাম্পিয়নশিপ পরীক্ষা। ২১-২৫ নভেম্বর ব্রিসবেনে অজিদের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে দিবারাত্রির টেস্ট (২৯ নভেম্বর-৩ ডিসেম্বর)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball