বোলিং ধার দেখালেন রশিদ-জহিররা
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে টেস্টের মানসিকতা ভালোভাবেই এনেছে আফগানিস্তান। ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। তবে ভালো ব্যাটিংয়ের পর বোলিংয়েও নিজেদের ধার দেখিয়েছে রশিদ খানের দল।
প্রথম ইনিংসে আফগানিস্তান সংগ্রহ করেছে নয় উইকেটে ২৮৯ রান। ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা বিসিবি একাদশ অলআউট হয়েছে মাত্র ১২৩ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৩.৫ ওভার ব্যাট করে আফগানিস্তান করেছে বিনা উইকেটে ১৪ রান।
দ্বিতীয় দিন সকালে আফসার জাজাই (৩৫*) ও কায়েস আহমেদের (২৩*) সৌজন্যে প্রথম ইনিংসে নয় উইকেটে ২৮৯ রান করে আফগানিস্তান। এরপর ব্যাট করতে নেমে রশিদ খানের প্রথম ওভারেই ফিরেছেন এনামুল হক বিজয় (১৯)।
আরেক ওপেনার সাব্বির হোসেন (৪) ফিরেছেন শাপুর জাদরানের বলে। তিনে নামা ফাজলে রাব্বিকে (৮) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সাইদ শিরজাদ। এরপর ঝলক দেখান আফগানিস্তানের চায়নাম্যান বোলার জহির খান। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা দুই ব্যাটসম্যান নাঈম ইসলাম (১৩) এবং আল আমিনকে (২৯) অল্প সময়ের ব্যবধানে ফেরান তিনি।

এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান (১৫), সুমন খান (৩) এবং মেহেদি হাসান রানাকে (০) ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ করেন জহির। বিজয়ের পর ইরফান শুক্কুর (৯) এবং ফারদিন হাসানের (১৪) উইকেটটিও নেন রশিদ।
আফগানদের বিপক্ষে প্রথম দিনের শুরুটা অবশ্য পেস আক্রমণ চালিয়েছে বিসিবি একাদশ। মেহেদি হাসান রানা, মানিক খান, সালাউদ্দিন শাকিল ও সুমন খান- এই চার পেসারই ভিন্ন স্পেলে বোলিং করে গিয়েছেন। যদিও শুরুতে উইকেট এনে দিতে ব্যর্থ হয়েছেন তারা।
২৫ বছর বয়সী অফ স্পিনার আল আমিন জুনিয়রই কেবল প্রথম দিন নজর কেড়ে নিতে পেরেছেন। দুই ওপেনার ইহসানুল্লাহ জানাত (৬২) ও ইব্রাহিম জাদরান (৫২) দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এরপর দুজনই স্বেচ্ছা অবসরে চলে যান।
প্রশংসিত হওয়ার মতোই ব্যাটিং করেছেন ইহসানুল্লাহ ও ইব্রাহিম। দুজন খেলেছেন যথাক্রমে ১৩৭ এবং ১২৪ বল। এই দুজন স্বেচ্ছায় মাঠ ছাড়ার পর উইকেটের দেখা পেয়েছে বিসিবি একাদশ।
জাভেদ আহমেদিকে (৩) ফেরান সুমন খান। রহমত শাহকে (৭) ফিরিয়েছেন আল আমিন জুনিয়র। এরপর আসগর আফগান (১৬) ও হাশমতউল্লাহ শহীদিকেও (১৮) ফেরান আল আমিন জুনিয়র।
শেষের দিকে মোহাম্মদ নবির ব্যাটে আসে ৩৩ রান। আফসার জাজাই করেন ৩৫* রান ও কায়েস আহমেদ করেন ২৩* রান। বিসিবি একাদশের হয়ে ৫১ রান খরচায় চার উইকেট নেন আল আমিন জুনিয়র। দুটি উইকেট পেয়েছেন সুমন খান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আফগানিস্তান প্রথম ইনিংসঃ- ২৮৯/৯ (৯৯ ওভার)
(ইহসানুল্লাহ ৬২, ইব্রাহিম ৫২; আল আমিন জুনিয়র ৪/৫১)
বিসিবি একাদশ প্রথম ইনিংসঃ- ১২৩/১০ (৪৪.৩ ওভার)
(আল আমিন ২৯, বিজয় ১৯; জহির ৫/২৪)
আফগানিস্তান দ্বিতীয় ইনিংসঃ- ১৪/০ (৩.৫ ওভার)
(জাবেদ ১২*)