ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ উইন্ডিজ কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্স হতাশ করেছে উইন্ডিজ কোচ ফ্লোয়েড রেইফারকে। ব্যাটিং নিয়ে তাদের আরও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রেইফার বলেন, ‘আমাদের ব্যাটিং খুবই হতাশাজনক ছিল। ইনিংসের শুরুতে আমাদের যেসব বল ছেড়ে খেলার কথা ছিল, ব্যাটসম্যানরা সেটা করেনি।

বল যখন ঘোরে, তখন ব্যাটসম্যানদের সময় নিয়ে খেলা উচিত। এখানেই ভুল করে বসেছে ব্যাটসম্যানরা। আমাদেরকে ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে।’
দিনের শুরুতে ঋষভ পান্ত এবং রবিন্দ্র জাদেজার উইকেট তুলে নিয়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন উইন্ডিজের বোলাররা। কিন্তু সেঞ্চুরিয়ান হানুমা বিহারি এবং হাফ সেঞ্চুরিয়ান ইশান্ত শর্মা পরবর্তীতে আর কোনো সুযোগ দেননি স্বাগতিকদের।
বিহারী এবং ইশান্তের ১১২ রানের জুটিতে ৪০০'র ওপর পুঁজি দাঁড় করায় বিরাট কোহলির দল। কোচ রেইফার আরও জানিয়েছেন, প্রতিপক্ষকে দ্রুত অল আউট করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল জেসন হোল্ডারের দল।
রেইফার আরও বলেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, লক্ষ্য ছিল সফরকারীদের দ্রুত অল আউট করে দেয়ার।
কিন্তু সেটা আমরা করতে পারিনি। দলের বোলাররা ভালো বোলিং করেছে, লাইন লেন্থ ঠিক রেখেছে। তাদের রান রেট ৩ এর ওপর উঠতে দেয়নি।’