মৃত বাবাকে প্রথম সেঞ্চুরি উৎসর্গ করলেন বিহারী
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাসপ্রিত বুমরাহ'র হ্যাটট্রিকে খানিকটা ধামাচাপাই পড়ে গিয়েছে হানুমা বিহারীর সেঞ্চুরি। জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই ৪০০'র উপর পুজি পায় ভারত।
আগের দিন ৪২ রানে অপরাজিত থেকে দিন শেষ করা এই ব্যাটসম্যান দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর সেঞ্চুরি তুলে নেন। নিজের প্রথম টেস্ট শতকটিকে তার মৃত বাবাকে উৎসর্গ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারান বিহারীর। যে কারণে আগেই ঠিক করেছিলেন জাতীয় দলের হয়ে হাঁকানো প্রথম সেঞ্চুরিটি বাবাকে উৎসর্গ করবেন তিনি। সেই সঙ্গে শতক হাঁকিয়ে দারুণ উচ্ছ্বসিত এই ব্যাটসম্যান।

বিহারী বলেন, ‘আমি সত্যিই অনেক খুশি প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেছি। লাঞ্চের সময় আমি ৮৪ রানে অপরাজিত ছিলাম, এরপর সেঞ্চুরিতে যেতে খানিক সময় লেগেছে। এর কৃতিত্ব অবশ্যই বোলারদের, তারা ভালো বল করেছে।
আমার যখন মাত্র ১২ বছর, তখন বাবা ছেড়ে চলে গেলেন। তাই আমি ঠিক করেছিলাম যখন প্রথম সেঞ্চুরি করবো, সেটি থাকবে আমার বাবার জন্যই। আজকের দিনটা খুবই আবেগময় একটি দিন আমার জন্য। আমি আশা করি বাবা এখন গর্ববোধ করছেন।'
এদিকে প্রথম দিন ৪২ রানে দিন শেষ করার পর রাতে ভালোভাবে ঘুমাতে পারেননি বিহারী। চিন্তা করে রেখেছিলেন লম্বা ইনিংস খেলার। আর সেটাকেই মাঠে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তিনি।
বিহারী বলেন, ‘প্রথম দিন আমি ৪২ রানে অপরাজিত ছিলাম, ভালোভাবে ঘুমাতে পারিনি। আমার চিন্তায় একটা কথাই ছিলো যে বড় ইনিংস খেলতে হবে। খুবই খুশি যে সেঞ্চুরি করতে পেরেছি এবং এর বড় কৃতিত্ব অবশ্যই ইশান্তের।
তাকে আমার চেয়ে ভালো ব্যাটসম্যান মনে হচ্ছিল। প্রত্যেক বোলারের ব্যাপারে যেভাবে বিশ্লেষণ করছিল আমার সঙ্গে, তা সত্যিই ব্যাটসম্যানদের মত ছিল।’