হরভজন-পাঠানের পর বুমরাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জ্যামাইকা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে একাই ব্যাকফুটে ঠেলে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। বল হাতে ৬ উইকেট নেয়ার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাটট্রিক।
ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে হ্যাট্রট্রিকের ক্লাবে নাম লিখিয়েছেন বুমরাহ।ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ।

এরপর শামার ব্রুকস ও রস্টোন চেজকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। যদিও চেজকে প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে তাকে হ্যাটট্রিকে পরিণত করেন বুমরাহ।
এর মধ্য দিয়ে ভারতের তৃতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেন তিনি। এর আগে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠানের (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) হ্যাটট্রিক করেছিলেন।
ক্যারিবিয়ানদের মাটিতে সবশেষ টেস্ট হ্যাটট্রিক হয়েছিল প্রায় ১৫ বছর আগে। আর ভারতের হয়ে সবশেষ হ্যাটট্রিক করার নজির ছিল ২০০৬ সালে।
এ দুই লম্বা বিরতির অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে সবমিলিয়ে ৪৬তম হ্যাটট্রিক তুলে নিয়েছেন বুমরাহ। দিন শেষে ৩৩ ওভার ব্যাটিং করে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান।
এর মধ্যে ৯.১ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ। দিন শেষে ৩৩ ওভার ব্যাটিং করে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। এর মধ্যে ৯.১ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ একাই।