ল্যাবুশানের ফর্ম চিন্তায় ফেলেছে অস্ট্রেলিয়াকে

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডস টেস্টে ইনজুরিতে পড়া স্টিভ স্মিথের জায়গায় খেলেছেন মারনাস লাবুশানে। হেডিংলি টেস্টে দল হারলেও লাবুশানের পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য। ম্যানচেস্টার টেস্টে দলে ফিরছেন স্মিথ। এবার ইনফর্ম লাবুশানেকে দলে খেলানো নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স বলেন, 'লর্ডসে সে অসাধারণ খেলেছে। যদিও তার সুযোগ পাওয়া অপ্রত্যাশিত ছিল। সে যখনই সুযোগ পেয়েছে, ভালো করেছে। যেকোনো পজিশনের জন্যই সে উন্মুক্ত।

সে দলে সুযোগ পাওয়ার মতোই। তবে আমার জন্য বলা কঠিন সে কোথায় খেলবে। তবে সে যেকোনো পজিশনেই খেলতে পারবে।'
ডানহাতি ব্যাটসম্যান লাবুশানে শেষ তিন ইনিংসে ৭১ গড়ে করেছেন ২১৩ রান। অথচ অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, ট্রাভিস হেড- কেউই এখনও আশা জাগানিয়া পারফর্মেন্স করতে পারেননি।
এই তিনজনের গড় যথাক্রমে ১৩.১৬, ২০.৩৩ এবং ৩২.০০। যদিও ম্যানচেস্টারে এই তিন বাঁহাতির ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে চায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে গুঞ্জন, ম্যানচেস্টারে ছয় নম্বর পজিশনে লাবুশানেকে জায়গা ছেড়ে দিতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।
এখন পর্যন্ত তিন টেস্টে ২৫.১৬ গড়ে রান করা ওয়েড অবশ্য এজবাস্টনে, এবারের অ্যাশেজের প্রথম ম্যাচেই ১১০ রানের অসাধারণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।