জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন বুমরাহর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন তিনি। তুলেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাটট্রিক। তার ৬ উইকেটের দিনে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন শেষে ভারতের চেয়ে ৩২৯ রানে পিছিয়ে আছে জেসন হোল্ডারের দল। । ফলোঅন এড়াতে এখনও ১৩০ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ।
সর্বোচ্চ ৩৪ রান এসেছে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। তাকে বিদায় করেছেন মোহাম্মদ শামি। এর আগে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে ব্যাটিং করতে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম বলেই ২৭ রান করা রিশাভ পান্তকে হারিয়ে বসে সফরকারীরা। জেসন হোল্ডারের বলে বোল্ড হন তিনি।

আরেক অপরাজিত ব্যাটসম্যান হানুমা বিহারিকে বেশিক্ষন সঙ্গ দিতে পারেননি জাদেজাও। তবে অষ্টম উইকেট জুটিতে তার সঙ্গে ১১২ রান যোগ করেন ইশান্ত শর্মা। বিহারি তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইশান্ত দেখা পান হাফ সেঞ্চুরির।
বিহারি ১১১ করে বিদায় নেয়ার খানিক পর ইশান্ত ফেরেন ৫৭ রানে। শেষ পর্যন্ত ৪১৬ রানে অল আউট হয় সফরকারীরা। ৭৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে স্বাগতিকরা। ৪টি উইকেটই তুলে নেন বুমরাহ, সঙ্গে করেন হ্যাটট্রিক। ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ।
এরপর শামার ব্রুকস ও রস্টোন চেজকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। যদিও উইকেটটিতে প্রথমে আউট দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিয়ে
হ্যাটট্রিক পুরণ করেন তিনি।
শুধু হ্যাটট্রিক করেই থেমে থাকেননি বুমরাহ, পূরণ করেছেন ইনিংসের নিজের ষষ্ঠ পাঁচ উইকেটও। দিন শেষে ৩৩ ওভার ব্যাটিং করে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। তাই নিঃসন্দেহে বলা যাচ্ছে জ্যামাইকা টেস্টের দ্বিতীয়টি বুমরাহর।