promotional_ad

সালমা-রোমানাদের স্বপ্নের পথে বৃষ্টি বাঁধা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে পাপুয়া নিউ গিনির বিপক্ষে তাঁদের ম্যাচটি। 


শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় স্কটল্যান্ডের ডান্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বৃষ্টি হতে থাকে ডান্ডির ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে। 



promotional_ad

যার কারণে টসেও নামতে পারেনি দু’দলের অধিনায়ক। দীর্ঘসময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়ার।  


২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।


এর আগে নেদারল্যান্ডসে থাইল্যান্ডকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার ৪টি ম্যাচে ৪টিতেই জিতেছিল সালমা-আয়েশারা। 



বাংলাদেশ নারী ক্রিকেট দলঃ 


সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, ফারজানা হক পিঙ্কি, সানজিদা ইসলাম, সোবানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা রহমান, নিগার সুলতানা জ্যোতি, শামিমা সুলতানা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball