promotional_ad

বোলারদের মনস্তাত্ত্বিক খেলা শেখাচ্ছেন ল্যাঙ্গেভেল্ট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বোলারদের সঙ্গে প্রায় এক সপ্তাহের বেশি কাজ করে ফেলেছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। আসন্ন আফগানিস্তান সিরিজের আগে তাদেরকে পুরোদমে ছন্দে ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য। 


পাশাপাশি বোলারদের মনস্তাত্ত্বিক খেলা শেখাচ্ছেন ল্যাঙ্গেভেল্ট। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কীভাবে ভুল শট খেলতে বাধ্য করা যায় সেই দীক্ষাই দিচ্ছেন প্রোটিয়া এই কোচ। 



promotional_ad

এ ছাড়া শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও বোলারদের সফল করে তুলতে এখন থেকে ছক কষতে শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬টি টেস্ট খেলা এই পেসার। 


ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘আমি তাদেরকে ধারাবাহিক হতে তৈরি করছি। কারণ আপনি যখন বিদেশে যাবেন, ভারতে  খেলতে যাবেন তখন তারা আমাদেরকে পেস সহায়ক উইকেট তৈরি করে দেবে। 


তাই তাদের মধ্যে ধারাবাহিকতা নিয়ে আসাই আমার প্রধান কাজ। ধারাবাহিকতা মানে হচ্ছে ছয়টি বলের অন্তত চারটি বল সঠিক জায়গায় করা। ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করতে হবে, তাকে সামনে এগুতে বাধ্য করতে হবে। আমার মূল লক্ষ্য এটাই।’



আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামী ৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আসল পরীক্ষা শুরু হচ্ছে ল্যাঙ্গেভেল্টের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball