প্রস্তুতিটা ভালোই হলো বোলারদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লাল এবং সবুজ দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
৩০ আগস্ট (শুক্রবার) প্রথম দিনের খেলায় ২৬৮ রানে অল আউট হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল। তৃতীয় দিন এখন ব্যাট করতে নেমে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি সবুজ দলের ব্যাটসম্যানরা।

মাত্র ১৫২ রানেই গুঁটিয়ে গিয়েছে মুশফিকুর রহিমের দল। তবে লাল দলের বোলাররা নিজেদেরকে বেশ ভালোভাবেই ঝালাই করে নিয়েছেন। ৩টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
আফগানিস্তান বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য ওপেনিং জুটির প্রস্তুতিটা ভালো হয়নি এই ম্যাচে। শূন্য রানেই ফেরেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। অধিনায়ক মুশফিকুর রহিমও নিজেকে মেলে ধরতে পারেননি।
আবু জায়েদ রাহির বলে ২১ বলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিক। সবুজ দলের হয়ে একাই লড়াই করেছেন মোসাদ্দেক হোসেন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন ৫১ রানে।
এর আগে প্রথম দিনের খেলায় মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ২৬৮ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল। সবুজ দলের হয়ে তাসকিন আহমেদ নেন ৪ উইকেট।