ঢাকায় সাকিবদের নতুন ফিজিও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ঢাকায় এসেছেন নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।। আজ (শনিবার) কাল সাড়ে দশটার দিকে রাজধানীতে পা রেখেছেন এই দক্ষিণ আফ্রিকান।
এতোদিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন স্থানীয় ফিজিও বায়েজিদ ইসলাম। কাল থেকে নতুন ফিজিওর অধীনে কাজ করবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।

শোনা যাচ্ছে, আগামীকাল জাতীয় দলের সঙ্গে চট্টগ্রাম যাবেন জুলিয়ান। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টেস্টে লড়বে বাংলাদেশ। আসন্ন টেস্টকে সামনে রেখেই কাল থেকে কাজ শুরু করার কথা তাঁর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে একটি প্র্যাকটিস খেলবে বিসিবি একাদশ। ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফিজিও থিহান চন্দ্রমোহনের চুক্তি নবায়ন করেনি বিসিবি।
তাই ক্যালেফাতোকে নিয়োগ দেয় বিসিবি। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার কথা রয়েছে তাঁর।
এবারই প্রথম জাতীয় দলের হয়ে কাজ করবেন তিনি। এর আগে গ্লোস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্ট ক্রিকেট ক্লাবে, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।