মোসাদ্দেককে নেয়ার কারণ জানালেন নান্নু

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের দলে সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। মূলত একজন অতিরিক্ত ব্যাটসম্যান নেয়ার ভাবনা থেকেই সৈকতকে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
একই সঙ্গে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে যেন দ্রুতই তার বিকল্প পাওয়া যায় সেই চিন্তা করে ১৫ সদস্যের স্কোয়াড দেয়া হয়েছে বলে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলা মোসাদ্দেককে নেয়ার ব্যাপারে নান্নু বলেন, 'আমরা অতিরিক্ত একজন ব্যাটসম্যান অন্তর্ভুক্ত করার কথা ভেবেছি বলে ওকে রেখেছি (মোসাদ্দেক)। আর হোম সাইডে আমরা সবসময় ১৪ জন রাখি।'
প্রধান নির্বাচক আরো বলেন, 'এখন ঘরোয়া ক্রিকেটে যেহেতু খুব বেশি খেলা নেই তাই একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে যাচ্ছি আমরা। যাকে দরকার হবে, যেহেতু আবহাওয়া এবং কন্ডিশন কঠিন তাই যেকোনো খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে। দলের সাথে এবং সিস্টেমের মধ্যে থাকলে সবসময় তাঁকে নেয়া যাবে।'
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরই মধ্যে প্রায় এক মাসের সফরে বাংলাদেশের মাটিতে পা রেখেছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী।