অ্যান্টিগা টেস্টের সেঞ্চুরিতে আবেগপ্রবণ রাহানে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ প্রায় দুই বছর পর (১৭ ম্যাচ) টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন এই ডানহাতি।
দুই বছর পর টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাহানে। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। এই প্রসঙ্গে রাহানে বলেন, 'আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার মতে দশম সেঞ্চুরিটি আসলেই বিশেষ কিছু ছিল। আমি বিশেষ কোনো উদযাপনের ব্যাপারে ভাবছিলাম না। এটি এমনিতেই এসেছে, দুই বছর সময় লেগেছে আমার এই সেঞ্চুরিটি পেতে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে মাঠে নামার আগে নেটে বেশ ঘাম ঝরিয়েছেন রাহানে। নিজেকে প্রস্তুত করতে সম্ভাব্য সকল তরিকাই মেনে চলেছেন তিনি। এর ফল মাঠেই পেয়েছেন জাতীয় দলের এই ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।
রাহানে বলেন, 'আমি আগে যেটি বলেছি, এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক কিছু। প্রত্যেক সিরিজের আগে এবং পরে প্রস্তুতিটি অনেক গুরুত্বপূর্ণ। আমি আসলে গত দুই বছর ধরে এটি করে আসছি এবং এই কারণে এই সেঞ্চুরিটি আমার কাছে আসলেই বিশেষ কিছু।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে খেলতে নেমে মাত্র ৯৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে হানুমা বিহারির সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন রাহানে। খেলেন ৮১ রানের দারুণ একটি ইনিংস। সেঞ্চুরির কথা না ভেবে দলের স্বার্থেই খেলেছেন তিনি।
রাহানে বলেন, 'আমরা প্রথম ইনিংসে চাপের মুখে ছিলাম। আমার মতে ওয়েস্ট ইন্ডিজ সেদিন পুরোটা সময় জুড়ে ভালো বোলিং করেছে। আমার একটি সুযোগ ছিল দলের জন্য কিছু করার। পরিস্থিতি বিবেচনায় আমি নিজের কথা ভাবিনি কারণ সে সময় হানুমা বিহারির সঙ্গে জুটি গড়া গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি ব্যক্তিগতভাবেও এটি আমার জন্য বিশেষ কিছু কারণ আমরা কঠিন অবস্থানে ছিলাম। আমরা আসলেই ভালো করেছি এবং সেখান থেকে শক্তভাবে ফিরে আসতে পেরেছি।'
সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে জিতে এরই মধ্যা সিরিজে ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলির দল।