promotional_ad

পেস আমাদের মেরুদন্ডঃ হোল্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সফরকারী ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেন দুই ক্যারিবিয়ান পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।


প্রথম ইনিংসে ৬৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার কেমার রোচ। আর গ্যাব্রিয়েল নেন ৭১ রানে ৩ উইকেট। তাই সাবিনা পার্কে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও পেসারদের ওপরে আস্থা রাখছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। 



promotional_ad

পেসারদের দলের মেরুদন্ড হিসেবে আখ্যা দেন তিনি। একই সঙ্গে সিরিজের শেষ টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারবে বোলাররা বলে বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি। বিরাট কোহলিদের বিপক্ষে ভালো খেলার জন্য মুখিয়েই আছেন হোল্ডার।


পেসারদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, 'পেস আমাদের দলের মেরুদন্ড । আমাদের পেসাররা ভালো করেছে। রোচ এবং গ্যাব্রিয়েল অসাধারণ খেলছে। আমি নিজেও আমাদের বোলিং লাইন আপকে সাপোর্ট করছি। আমরা পেসারদের প্রতি বিশ্বাস রাখছি গত কয়েক বছর ধরে। আশা করি, আমাদের পেসাররা ভালো করবে এবং ২০ উইকেট নিতে পারবো আমরা এই টেস্টে।'   


নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারলে সিরিজে সমতা ফেরানো সক্ষম বলেও মনে করেন হোল্ডার। দল হিসেবে খেলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'শেষ ম্যাচের পারফর্মেন্স নিয়ে আমরা বেশ হতাশা এবং এটি আমাদের জন্য একটি সুযোগ সিরিজে সমতা ফেরানোর। আমাদের পারফর্ম করতে হবেই। আশা করি, আমরা দল হিসেবে আসলেই ভালো খেলতে পারবো।'  



দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে দুই দল। যেখানে ভারতের কাছে দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার টেস্ট সিরিজ দিয়ে হারের বৃত্ত থেকে বের হওয়ার সুযোগ ছিল তাদের। তবে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে গেছে স্বাগতিকরা এরই মধ্যে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball