promotional_ad

নাঈমের ৭ উইকেটের ম্যাচ ড্র

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার হাই পারফর্মেন্স দলের বিপক্ষে এইচপি দলের প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা এইচপি দল ১০২ রান স্কোরবোর্ডে তোলার পর ম্যাচটির ফলাফল ড্র ঘোষণা করেন আম্পায়াররা। 


সাইফ হাসান ৪০ এবং জাকির হাসান ২৫ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের পক্ষে নিশান পেইরিস ৩ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাঁকানোর জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত। 


এর আগে তৃতীয় দিনে বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল। খেলা হয়েছিল মাত্র ৪৯ ওভার। আগের দিন চারটি উইকেট নেওয়ার পর এ দিন শ্রীলঙ্কার দুটি উইকেট ফেলতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা।


তবে শেষ দিন বল হাতে একাই আলো ছড়িয়েছেন স্পিনার নাঈম হাসান। ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করা এই স্পিনার চতুর্থ দিন নিয়েছেন আরও ৩ উইকেট।



promotional_ad

 তাঁর ৯৩ রানে ৭ উইকেটের দিনে শ্রীলঙ্কা অল আউট হয় মাত্র ২৪৪ রানে। আশেন বান্ডারা করেন সর্বোচ্চ ৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০২ রান স্কোরবোর্ডে তোলার পরই ড্র হয় ম্যাচটি। 


এর আগে  অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬০ রানের পুঁজি পেয়েছিল এইচপি দল। ব্যাট হাতে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই দলপতি। 


বাংলাদেশ এইচপি দলঃ প্রথম ইনিংস- ৩৬০/১০ (১৩৫.৪ ওভার) 


(শান্ত ১৩৩, আফিফ ৫৪, জাকির ৪৯; রমেশ ৪/৭৩)  


শ্রীলঙ্কা এইচপি দলঃ প্রথম ইনিংস- ২৪৪ অল আউট (১০৩.৪ ওভার)



(বান্দারা ৮৫; নাঈম ৭/৯৩)


বাংলাদেশ এইচপি দলঃ দ্বিতীয় ইনিংস- ১০২/৪ (৪৩ ওভার)


(সাইফ হাসান ৪০*) (নিশান পেইরিস ৩/৪৩) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball