সাকিবকে বদলে দিয়েছেন সাঙ্গাকারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৬০৬ রান করার সঙ্গে নিয়েছেন ১১ উইকেট। ক্যারিয়ারের অন্যতম সেরা সময়টা ইংল্যান্ড বিশ্বকাপে কাটিয়ে দেশে ফিরেছেন তিনি।
দলকে সেমিফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হলেও নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে গিয়েছেন সাকিব। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেণ্টেই পেছনে ফেলেছেন বিশ্বের বেশ কয়েকজন রথী-মহারথীকে।

আর এতো সব সাফল্য এসেছে শ্রীলঙ্কার সাবেক কিংবন্দন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারার পরামর্শে। বিশ্বকাপে সাকিবের বদলে যাওয়ার পেছনে কঠিন পরিশ্রম এবং সাঙ্গাকারার পরামর্শই অনেক বড় ভূমিকা পালন করেছে।
মাঠে সাকিবকে সম্পূর্ণ নির্ভার থাকার পরামর্শ দিয়েছিলেন এই লঙ্কান। সদ্য একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, 'কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছি। বোলিং নিয়েও এভাবে কাজ করার চেষ্টা করেছি। গত বছর কাউন্টিতে ও প্রচুর রান করেছে। কীভাবে করলো সেসব জেনেছি। এমসিসির মিটিংয়ে সাঙ্গাকারা আমাকে বলেছিল।
তুমি যত সতেজ থাকবে, নির্ভার থাকবে, তত ভালো হবে। পাগলের মতো অনুশীলন করার দরকার নেই। যদি ভালো খেলো, সময়টা উপভোগ করো। ঘুরো ফিরো। শুধু খেলার সময়টায় পূর্ণ মনোযোগ দেবে।'