৪ উইকেট নেই লাল দলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচ অংশ নিচ্ছেন সাকিব-মুশফিকরা।
বর্তমানে সবুজ দলের বিপক্ষে ব্যাট করছে লাল দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান।

সবুজ দলের হয়ে বল হাতে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ১৩ রান করে জহুরুল ইসলাম অমি তাঁকে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন। এরপর সাকিব আল হাসানকে প্রথম বলে বোল্ড করেছেন তিনি।
০ রানে সাজঘরে ফিরেছেন এই অলরাউন্ডার। আরেক পেসার এবাদত হোসেনের বলে এক রানে বিদায় নিয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
এরপর লিটন কুমার দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ মিলে জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার লক্ষ্যে ব্যাট করতে থাকেন। তাদের ব্যাটে দলীয় ৫০ পার করলেও মোসাদ্দেক হোসেনকে উইকেট ছুঁড়ে দেন লিটন।
২৫ রান করে বিদায় নেন তিনি। ২৪ রানে ক্রিজে ব্যাট করতে থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গ দিতে এখন ক্রিজে নেমেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান।